রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৪
রাজধানীর উত্তরায় ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে শাহ মখদুম রোডে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের পরিদর্শন মো. আনোয়ারুল ইসলাম জনবাণীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আনোয়ারুল ইসলাম জানান, সকাল ১০ টা ৩৮ মিনিটে উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার, ফায়ার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন লাগার ঘটনা এখনো জানা যায় নি।
এমএল/