ব্যর্থতার দায় আমাদেরও আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৪


ব্যর্থতার দায় আমাদেরও আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শোয়ানুর জামান নয়নের মৃত্যুর ব্যর্থতার দায় অবশ্যই আমাদের আছে। ফায়ার ফাইটাররা কাজ করা অবস্থায় সেখানে ট্রাক চলাচল করা মোটেও উচিত ছিল না, তারপরও চলছে। কিন্তু ইতোমধ্যেই আমরা ট্রাকচালককে ধরে ফেলছি। তাকে আইনের আওতায় এনে অবশ্যই বিচার করব।


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে ফায়ার ফাইটার নয়নের জানাজা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


আরও পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন


তিনি বলেন, আগুন নেভাতে কত সময় লাগবে এটা তো আর আমরা বলতে পারব না। কারণ আগুনের ধরনের ওপর নির্ভর করে এবং ফায়ার ফাইটার- এগুলোর ওপর নির্ভর করে। পানি সরবরাহের ওপর নির্ভর করে। অনেক সময় অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, এগুলোর ওপর সবকিছু নির্ভর করে। এরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ১৯টি ফায়ার ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।


আগুনের সূত্রপাত কীভাবে হয় এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট উপদেষ্টা বলেন, আমরা একটা হাইপাওয়ার তদন্ত কমিটি গঠন করেছি। এই তদন্ত কমিটি রিপোর্ট দিলেই খুব শিগগিরই আপনারা জানতে পারবেন এর সূত্রপাত কীভাবে এবং কেন এই অগ্নিকাণ্ড ঘটেছে।


আরও পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় হুঁশিয়ারি সারজিস আলমের


ছাত্র আন্দোলনের দুজন উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, এটা ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র হতে পারে-আপনার কাছে এমনটা মনে হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনভেস্টিগেশনের আগে আমি কিছুই বলতে পারব না। কেননা এখান থেকে ক্যাবিনেট ডিভিশন থেকে ইনভেস্টিগেশন টিম তৈরি করে দিছে। ইনভেস্টিগেশনের পরে আমরা এটা সম্পর্কে বলতে পারব।


এমএল/