সাগরে আটকা পড়েছে সেন্টমার্টিন থেকে আসা পর্যটকবাহী জাহাজ, উদ্ধার তৎপরতা চলছে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৪


সাগরে আটকা পড়েছে সেন্টমার্টিন থেকে আসা পর্যটকবাহী জাহাজ, উদ্ধার তৎপরতা চলছে
ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন থেকে ফেরার পথে কক্সবাজারে টেকনাফের বাহারছড়া উপকূলবর্তী সাগরে পর্যটকবাহী জাহাজ ‘ইঞ্জিন বিকল’ হয়ে আটকা পড়েছে। এতে রয়েছে ১০০ জনের কাছাকাছি পর্যটক।


পরে খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী সহ স্থানীয় জেলেদের সহায়তায় আটকা পড়া পর্যটকদের উপকূলে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নেজামী।


আরও পড়ুন: আখাউড়ায় উদঘাটন হলো সেই নারীকে পুড়িয়ে হত্যাকাণ্ডের রহস্য


তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে সেন্টমার্টিন থেকে এক শত মতো যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা দেয় এমভি গ্রীণ লাইন নামের পর্যটকবাহী জাহাজ। কিন্তু জাহাজটি সন্ধ্যা সোয়া ৭ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া উপকূলবর্তী সাগরে জাহাজটি ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন কোস্টগার্ড ও নৌ বাহিনীর সহায়তায় পর্যটকদের নিরাপদে উপকূলে আনার চেষ্টা করছেন।


তিনি বলেন, জাহাজটি উপকূলের কাছা-কাছি। ফলে জাহাজে থাকাে পর্যটকরা নিরাপদ। দ্রুত সময়ের মধ্যে এদের উপকূলে নিয়ে আসা সম্ভব হবে।


আরও পড়ুন: বেতন-ভাতা নিয়ে ক্ষোভ থেকেই জাহাজে ৭ জনকে হত্যা


পর্যটকবাহি জাহাজ মালিকেদের সংগঠন সী ক্রুজ অপারেটর ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, জাহাজটি খুব কাছে রয়েছে। এতে আতংকের কোন কারণ নেই।


এমএল/