সভাপতি সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন নির্বাচিত

প্রেসক্লাব রামপালের কমিটি গঠন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২০ পিএম, ২৮শে ডিসেম্বর ২০২৪


প্রেসক্লাব রামপালের কমিটি গঠন
ছবি: প্রতিনিধি

রামপাল প্রেসক্লাবের আবারো সভাপতি সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার ও মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। 


আরও পড়ুন: কৃষিবিদ শামীমুর রহমানের সাথে প্রেসক্লাব রামপাল'র নেতৃবৃন্দের মতবিনিময়

 

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় সদরের ক্লাবের অফিস কক্ষে ক্লাবের সদস্যগণের উপস্থিতিতে এক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার। সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিকের সঞ্চালনায় বক্তব্য দেন সুজন মজুমদার, মো. মেহেদী হাসান, মো. রেজাউল ইসলাম, এ,এইচ নান্টু, মো. তারিকুল ইসলাম, মোল্লা হাফিজুর রহমান, লায়লা সুলতানা, মুর্শিদা পারভীন, সুখময় বহ্ম, মো. হারুন শেখ, তুহিন মোল্লা, পবিত্র মন্ডল, আব্দুল্লাহ শেখ প্রমুখ।


আগামী ২০২৫ ও ২০২৬ দুই বছরের জন্য কমিটি গঠনের জন্যে প্যানেল জমা দানের আহবান করা হল। এসময় সবুর রানাকে সভাপতি, সুজন মজুমদার কে সাধারণ সম্পাদক ও মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক করে একটি মাত্র প্যানেল কমিটি জমা পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে আর কোন প্যানেল জমা না পড়ায় সর্বসম্মতভাবে সভায় ওই প্যানেল কমিটিকে নির্বাচিত করা হয়। প্যানেল কমিটির সদস্যরা আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নব নির্বাচিত ওই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। 


এসডি/