কৃষিবিদ শামীমুর রহমানের সাথে প্রেসক্লাব রামপাল'র নেতৃবৃন্দের মতবিনিময়
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪

প্রেসক্লাব রামপাল'র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টায় কৃষিবিদ শামীমুর রহমানের আমন্ত্রণে তার বাসভবনে যান সাংবাদিক নেতৃবৃন্দ।
আরও পড়ুন: যশোরের নবাগত পুলিশ সুপারের প্রথম কর্মদিবস শুরু
কেন্দ্রীয় নেতা সাংবাদিকগণের উদ্দেশ্য বলেন, গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবাদিকদের বিশেষ ভূমিকা রয়েছে। তিনি সাংবাদিকদের ইতিবাচক মনোভব ও গণমুখী সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ জুলাই আগষ্টের শহীদদের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের বিষয়টি স্মরণ করে বৈশম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক ও গণমুখী সাংবাদিকতা করার আশ্বাস দেন।
আরও পড়ুন: বাগেরহাটে থেমে থেমে বৃষ্টি, দমকা হওয়া, মোংলা বন্দরে অ্যালার্ট জারি
এ সময় মতবিনিময় করেন, প্রেসক্লাব রামপাল'র সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক এ, এইচ নান্টু, সদস্য হারুন শেখ, তুহিন মোল্যা প্রমুখ।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শিক্ষার্থীদের চমকে দিতে স্কুল ব্যাগ নিয়ে হাজির ইউ এনও

তালায় ভয়াবহ ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু

অসুস্থ নারীকে সরকারি অফিসে তালাবন্ধ করে চলে গেলেন কর্মকর্তারা!

চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় সংগঠনের আহবায়ক নাহিদ ইসলাম
