ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

আবারও আওয়ামী বিজনেস সিন্ডিকেট তৎপর!


Janobani

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪


আবারও আওয়ামী বিজনেস সিন্ডিকেট তৎপর!
ফাইল ছবি

এস এম রাজু আহমেদ: বিগত স্বৈরাচার সরকারের আমলে ক্ষমতা অপব্যবহার করে দখলবাজ রাকিব এন্টারপ্রাইজ দীর্ঘ ১৬ বৎসর উত্তর সিটি কর্পোরেশন ওয়ার্ড নং-২১ এর ওয়েষ্ট ম্যানেজমেন্ট ও ওয়েষ্ট ক্লিনিং নিয়ম বহির্ভূত একচেটিয়া আধিপত্য বিস্তার করে আসছে এমন অভিযোগের তথ্য প্রমাণ পাওয়া গেছে। জানা গেছে তারা ব্যাবসায়িক স্বার্থ হাসিলের জন্য  নিজেরাই বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। রাকিব এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. জসিম ঢালী, বাড্ডা থানা আওয়ামীলীগ, যুবলীগ এর পৃষ্ঠপোষক ও আওয়ামী দলের সদস্য। মো. জসিম টালি নিজের ভাই ও ছেলে কে নিয়ে বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে জড়িত বলে একাধিক তথ্যসূত্রে জানা গেছে। 


জুলাই গণঅভ্যুত্থানে রাকিব এন্টারপ্রাইজ তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ছাত্র আন্দোলনে বাড্ডা এলাকায় ছাত্র আন্দোলন দমনের জন্য ব্যপক অত্যাচার ও নির্যাতন করেন। আওয়ামী দোসর মো. জসিম ঢালিও এজাহারভূক্ত মামলার আসামী। এজাহার ভুক্ত আসামী রাকিব এন্টারপ্রাইজ, মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ, খন্দকার ব্রাদার্স নেটওয়ার্ক, অরনেট সিকিউরিটি সার্ভিস লিমিটেডের বিরুদ্ধেও অনিয়ম ও দুর্নিতীর অভিযোগ উঠেছে। ফ্যাসিষ্ট আওয়ামী দোসরদের প্রতিষ্ঠান বলে অবহিত করেন অভিযোগকারীরা। এই মর্মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সৈয়দ মুকিতুল আহসান এই প্রতিষ্ঠান গুলোকে কালো তালিকাভুক্ত করার জোর দাবি জানিয়ে অভিযোগ দায়ের করেছেন।


আরও পড়ুন: এখনও পুলিশ পরিচয় দিতে লজ্জাবোধ করছি: ডিএমপি কমিশনার


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (Waste management of waste cleaning service) ছদ্মবেশে দরপত্র আহ্বান করেন। এখনও উক্ত সিটি কর্পোরেশনের ওয়েষ্ট ম্যানেজমেন্ট ও ক্লিনিং সার্ভিস কাজ পুনঃরায় হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে (ছবি ও মামলার কপি সংযুক্ত)।


গত ২৪ নভেম্বর সৈয়দ মুকিতুল আহসান রঞ্জু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলমের কাছে  ফ্যাসিষ্ট আওয়ামী দোসরদের প্রতিষ্ঠান রাকিব এন্টারপ্রাইজ, মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ, খন্দকার ব্রাদার্স নেটওয়ার্ক, অরনেট সিকিউরিটি সার্ভিস লিঃ কে  কালো তালিকাভুক্ত করার দাবি জানান। 


এই অভিযোগের ভিত্তিতে উত্তর সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রশাসকের সাথে দেখা করতে গেলে তারা ব্যস্ততার অজুহাতে সাংবাদিকের সাথে কথা বলতে রাজি হননি। পরবর্তীতে মুঠো ফোনে যোগাযোগ করা হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম আমাদের জানান, সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী কেউ যদি নিয়মের ব্যত্যয় ঘটায় তার বিরুদ্ধে সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও পড়ুন: র‌্যাকের (RAC) সভাপতি আলাউদ্দিন আরিফ সাধারণ সম্পাদক তাবারুল

 

তিনি বলেন সিটি কর্পোরেশনের কতগুলো ক্রাইটেরিয়া আছে অযোগ্য ঘোষণা করার সেগুলোর মধ্যে পড়লে তাকে অযোগ্য ঘোষণা করার হবে বলে জানান তিনি। রাজনৈতিক কারণে কাউকে টেন্ডার থেকে বিরত রাখা যায় না। যদি অন্য কোনো বিষয় থাকে তাহলে পলিসি অনুসরণ করে আমরা খতিয়ে দেখবো। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মীর খায়রুল আলম মুঠো ফোনে আরও বলেন কারো বিরুদ্ধে মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানান। রাকিব এন্টারপ্রাইজ তথা যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে যদি  আনফিট করার মতো কোনো বিষয় থাকে অবশ্যই তাদের তারা সাসপেন্ডেড থাকবে, তারা টেন্ডারে পার্টিসিপেট করতে পারবে না। এখন তো নিয়মের বাইরে যেতে পারবো না আমরা। অতীতে কোনো ক্রিমিনাল এক্টিভিটির সাথে জড়িত থাকলে তা আমরা বিবেচনায় নিবো। রাকিব এন্টারপ্রাইজ সহ যারা জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দোসর ছিলো তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে কিনা এমন প্রশ্নে মীর খায়রুল আলম বলেন আসলে কালো তালিকা তো এভাবে বলা যাবে না তাদের পারফরম্যান্স এক্টিভিটিস মূল্যায়ন তারপর তাদের কালো তালিকা করতে হবে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।


এমএল/