বশেমুরকৃবি'তে দীর্ঘমেয়াদী গবেষণা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪


বশেমুরকৃবি'তে দীর্ঘমেয়াদী গবেষণা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতকে সমৃদ্ধ করার নিমিত্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) রিসার্চ ম্যানেজমেন্ট উইং কর্তৃক আয়োজিত দিনব্যাপী ‘দীর্ঘমেয়াদী গবেষণা পরিকল্পনা' শীর্ষক ২০২৪-২৭ সাল মেয়াদী কর্মশালা অনুষ্ঠিত হয়।


শনিবার (২৮ ডিসেম্বর) এই কর্মশালা সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বশেমুরকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। 


আরও পড়ুন: বোনের বিয়েতে যাওয়া হলো না অন্তঃসত্ত্বা রেশমার


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি'র প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। বশেমুরকৃবি'র বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় স্ব স্ব গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও বশেমুরকৃবি'র গবেষণা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম। 


পরে প্রধান অতিথির বক্তব্যে এ বিশ্ববিদ্যালয়কে দেশের অনন্য বিদ্যাপীঠ উল্লেখ করে কৃষি সচিব বলেন, বিশ্ববিদ্যালয় মানেই গুণগত শিক্ষা, গবেষণা ও সুষ্ঠু পরিকল্পনার বিশাল সমাহার যা এ বিশ্ববিদ্যালয় ধারণ করে আসছে। যেকোনো গবেষণা পরিকল্পনা সুষ্ঠুভাবে সম্পন্ন হলে দীর্ঘমেয়াদী পর্যায়ে এ বিশ্ববিদ্যালয়সহ দেশের কৃষিখাত অধিকতর সমৃদ্ধির দিকে ধাবিত হবে। তবে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করার প্রতি বিশেষ আহ্বান জানান তিনি। এ সময় কৃষি সচিব এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্তর্জাতিক র‍্যাঙ্কিং এ গৌরবময় অবস্থানের ভূয়সী প্রশংসাও করেন।


আরও পড়ুন: ধলেশ্বরী টোল প্লাজায় প্রাইভেট কারের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫


সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এ বিশ্ববিদ্যালয় গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আসছে। এ গবেষণাকে অগ্রাধিকার দেয়া হয় বলেই বশেমুরকৃবি বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে 'টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)' র‍্যাঙ্কিং ২০২৫ এ এক নম্বর বিশ্ববিদ্যালয় হবার কৃতিত্ব অর্জন করে। বশেমুরকৃবি'র শিক্ষকবৃন্দ স্বত:স্ফূর্ত গবেষণার ফল হিসেবে এ যাবৎ ৮৭টি বিভিন্ন গুরুত্বপূর্ণ জাত ও ১৬টি প্রযুক্তি উদ্ভাবনে যে কৃতিত্ব দেখিয়েছেন তা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জিডিপির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপাচার্য মনে করেন। 


দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে আমন্ত্রিত গবেষকবৃন্দ সেশন চেয়ার হিসেবে উপস্থিত থেকে ৬টি গুরুত্বপূর্ণ সেশনে কর্মশালাটি সমাপ্ত করেন।


এমএল/