আ.লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৬ পিএম, ৩০শে ডিসেম্বর ২০২৪

সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দলর নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
আরও পড়ুন: পুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা
সিইসি আরও বলেন, আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল, তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে দলটির কোনো বাধা নেই।
এ এম এম নাসির উদ্দীন বলেন, নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি। এবার আগের মতো আর ভোট হবে না। আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
আরও পড়ুন: ব্রিটিশ পার্লামেন্টে তুলে ধরা তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের ওপর কোনো চাপ নেই বলেও জানান তিনি।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা

মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

আফগানিস্তানে পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ সহায়তার কার্গো ফ্লাইট

ফেসবুক পোস্টে বাংলাদেশ পুলিশের জরুরি ঘোষণা
