নড়াইলে সাংবাদিককে কুপিয়ে জখম
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৪
নড়াইলে সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১২ টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর উপরে এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: নড়াইলে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে। তিনি বেসরকারি চ্যানেল সময় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব মোটরসাইকেল যোগে লোহাগড়ার নিজ বাড়ি থেকে নড়াইলের দিকে আসতেছিলেন পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুর উপরে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে পেটে পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে আহত সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব বলেন, মোটরসাইকেল যোগে লোহাগড়া থেকে নড়াইলের উদ্দেশ্য আসতেছিলাম পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুর উপরে পৌঁছালে আমাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে পায়ে ও হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: নড়াইলে মাদক মামলায় কারবারির যাবজ্জীবন
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন,ঘটনাটি শোনা মাত্র আমি হাসপাতালে গিয়েছিলাম। সাংবাদিক সজীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে দোষীদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এসডি/