পাসপোর্টে এখনই বাতিল হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫
বাংলাদেশে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৬ জানুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদফতর পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: শেখ হাসিনার আমলে পাপাচারের শেষ নেই: শফিকুল আলম
উপদেষ্টা বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন থাকছে, কি থাকছে না, এ বিষয়ে আমি এখনই বলতে পারব না। বাট যদি দেখা যায় যে, শুধু আমাদের আইডি কার্ড দিয়ে পারা যায়, তাহলে আমরা পুলিশ ফেরিফিকেশন উঠায় দিব।’
এছাড়া বিদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা ৩১শে জানুয়ারির মধ্যে নতুন ভিসা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আরএক্স/