Logo

আত্মসমর্পণ করতে এসে পালালেন ২ সাংবাদিক নিপীড়নকারী

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারী, ২০২৫, ০৪:২৭
56Shares
আত্মসমর্পণ করতে এসে পালালেন ২ সাংবাদিক নিপীড়নকারী
ছবি: সংগৃহীত

আত্মসমর্পণ করতে এসে পালালেন ২ সাংবাদিক নিপীড়নকারী

বিজ্ঞাপন

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলায় আদালতে আত্মসমর্পণ করতে এসে পরবর্তীতে পালিয়ে গেছেন দুই অভিযুক্ত ব্যক্তি। তারা হলেন- রিশাদ আলম (২০) ও রমজান (৩০)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। পরে আদালতে বাদী ও বাদীপক্ষের আইনজীবীরা উপস্থিত হলে শুনানি শুরু হওয়ার আগেই পালিয়ে যান তারা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার বাংলামোটর এলাকায় প্লানার্স টাওয়ার সংলগ্ন পত্রিকাটির কার্যালয়ের পাশে হামলা করে ২০-২৫ জন দুর্বৃত্ত। হামলার ঘটনায় জনবাণী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হন। পরে এ ঘটনায় পত্রিকাটির স্টাফ রিপোর্টার আজহারুল ইসলাম সুজন বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। 

বিজ্ঞাপন

 

মামলার আসামিরা হলেন- রিশাদ আলম (২০), মহিউদ্দিন (২১), রমজান (৩০), কাওছার (২৫), ইব্রাহিম (২৪) ও রানা (২২)।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD