আত্মসমর্পণ করতে এসে পালালেন ২ সাংবাদিক নিপীড়নকারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৫
দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলায় আদালতে আত্মসমর্পণ করতে এসে পরবর্তীতে পালিয়ে গেছেন দুই অভিযুক্ত ব্যক্তি। তারা হলেন- রিশাদ আলম (২০) ও রমজান (৩০)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। পরে আদালতে বাদী ও বাদীপক্ষের আইনজীবীরা উপস্থিত হলে শুনানি শুরু হওয়ার আগেই পালিয়ে যান তারা।
আরও পড়ুন: হত্যাচেষ্টায় দৈনিক জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা
মামলার সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার বাংলামোটর এলাকায় প্লানার্স টাওয়ার সংলগ্ন পত্রিকাটির কার্যালয়ের পাশে হামলা করে ২০-২৫ জন দুর্বৃত্ত। হামলার ঘটনায় জনবাণী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হন। পরে এ ঘটনায় পত্রিকাটির স্টাফ রিপোর্টার আজহারুল ইসলাম সুজন বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন
মামলার আসামিরা হলেন- রিশাদ আলম (২০), মহিউদ্দিন (২১), রমজান (৩০), কাওছার (২৫), ইব্রাহিম (২৪) ও রানা (২২)।
আরএক্স/