জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪


জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন
ছবি: প্রতিনিধি

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ চার সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকেরা।


আরও পড়ুন: জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা, কুড়িগ্রামে প্রতিবাদ সভা

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক জনবাণী পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি শামসুজ্জোহা রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সহসভাপতি রফিক রহমান, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব, সিনিয়র সাংবাদিক এমএ মামুন, প্রচার-প্রকাশনা সম্পাদক জহির রায়হান, দপ্তর সম্পাদক আবুল হাসেম সদস্য মফিজ জোয়ার্দ্দার প্রমুখ। মানববন্ধনটি সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মেহেরাব্বিন সানভি।


আরও পড়ুন: দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সাভার প্রেসক্লাবে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতোয়ার হোসেনের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। সমাজের দর্পণ সাংবাদিকদের উপর এই জঘন্যতম হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে এ ঘটনায়   জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বর্তমান সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। এসকল দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনা কেউ যেন ঘটাতে সাহস না করে।


এসডি/