দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সাভার প্রেসক্লাবে মানববন্ধন

হামলার ঘটনায় সাভার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাভারের স্থানীয় সাংবাদিকেরা
বিজ্ঞাপন
জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সহ চার জন সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাভার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাভারের স্থানীয় সাংবাদিকেরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সাভার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
জনবানী পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি মুবিনুর রহমান রবিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক গোবিন্দ আশ্চর্য, সিনিয়র সাংবাদিক অরুপ রায়, সাংগঠনিক সম্পাদক রওশনসহ সাভারে প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা।
বিজ্ঞাপন
এ সময় মুবিনুর রহমান রবিন জানান বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর রহমান হোসেন দুর্বৃত্তদের হামলায় আহত হন, এ ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, তার পাশাপাশি দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিজ্ঞাপন
এ বিষয়ে আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অরূপ রায় জানান এই স্বাধীন রাষ্ট্রে গণমাধ্যম কর্মীদের উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিজ্ঞাপন
এ বিষয়ে সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আশ্চর্য জানান গণমাধ্যম কর্মীদের উপর হামলা গণতন্ত্রের উপর হামলার শামিল, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।
বিজ্ঞাপন
এ বিষয়ে সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিব বলেন গত ১৫ বছর এই ঘটনা ঘটেছে, এই সময়ে এসে এই ঘটনা কোনভাবে মেনে নেওয়া যায় না, ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হতে পারলেও আমরা পূর্ণ স্বাধীনতা এখনো ভোগ করতে পারছি না, আমরা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বিজ্ঞাপন
এমএল/