Logo

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সভা পালন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৪, ২৩:২৩
35Shares
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সভা পালন
ছবি: সংগৃহীত

ঢাকার বকশীবাজার এ অবস্থিত জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার জাতীয় সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকার বকশীবাজার এ অবস্থিত জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার জাতীয় সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত।

সোমবার (২৩ ডিসেম্বর) সংশোধিত সময় ১২ টায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয় ৬, অরফানেজ রোড, বকশিবাজারে এ সংস্থার জাতীয় সাধারন বার্ষিক সভা ২০২৪ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানটি সংস্থার চেয়ারম্যান মো. নুরুল আলম সিদ্দিকীর  সভাপতিত্বে ও মহাসচিব আইয়ুব আলী হাওলাদারের সঞ্চালনায়  প্রধান অতিথির আসন অলংকৃত করেন রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) সাবেক ভূমি মন্ত্রী, সাবেক সংসদ সদস্য নাটোর-২ আসন ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

বিজ্ঞাপন

বিশেষ অতিথি জনাব, হাজী মো. আনোয়ার পারভেজ (বাদল), সাবেক সভাপতি, চকবাজার থানা (বিএনপি) ও সাবেক কাউন্সিলর ২৮ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন, জনাব, হাজী মো. টিপু সুলতান, সাবেক সহ-সভাপতি।

অনুষ্ঠানে ২০২৩-২৪ আর্থিক বছরের আয়-ব্যয়, ২০২৪-২৫ অর্থিক বছরের বাজেট অনুমোদনসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বিজ্ঞাপন

উক্ত সভায় ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলা থেকে আগত ৩০০ জন অসহায়, হতদরিদ্র, সুবিধা-বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে চিকিৎসা সাহায্য, আর্থিক সাহায্য, বয়স্ক ভাতা, বিবাহ সাহায্য, ক্ষুদ্র ব্যাবসা সাহায্য, পুনর্বাসনের জন্য সেলাই মেশিন, উচ্চ শিক্ষা অর্জনের জন্য শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এই সময় সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার অন্তর্বর্তীকালীন সরকারের নিকট কয়েকটি দাবি পেশ করেন।

সংস্থার প্রধান কার্যালয় ৬, অরফানেজ রোড, বকশিবাজারের বাড়িটি বিনামূল্যে স্থায়ী ভাবে বরাদ্ধ প্রদান করা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা, যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভীক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে, ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মো. মোকলেচুর রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান, মাধব চন্দ্র সরকার ভাইস চেয়ারম্যান, এস এস ইউনুসুর রহমার যুগ্ম মহাসচিব,  দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্সের ইনচার্জ আব্দুর রহিম, কোষাধাক্ষ হারুন উর রশিদ সহ আরো অনেকে।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD