উন্নত জাতের ঘাস চাষ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি


Janobani

মো. রুবেল হোসেন

প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৫


উন্নত জাতের ঘাস চাষ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি
ছবি: সংগৃহীত

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারন ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেয়েছে এক বছর।


প্রকল্পটি ২০২১ সালের ১ জানুয়ারী শুরু হয়ে গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের কার্যক্রম পুরোপুরি বাস্তুবায়ন না হওয়ায় প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়।


আরও পড়ুন: বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: শফিকুল আলম


প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি খামারি পর্যায়ে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণের মাধ্যমে প্রাণিপুষ্টির উন্নয়নে ভূমিকা রাখছে। প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী খামারিদের মধ্যে কাঁচা ঘাস সংরক্ষণ প্রযুক্তি সাইলেজ সম্প্রসারণ করেছে। এ প্রকল্পের কার্যক্রম চলমান থাকলে খামারিদের মধ্যে উন্নত জাতের কাঁচা ঘাস চায় এবং সাইলেজ প্রযুক্তি জনপ্রিয় হবে। গবাদিপশুকে পর্যাপ্ত পুষ্টিসমৃদ্ধ কাঁচা ঘাস সরবরাহ বাড়বে এবং গো-খাদ্যের আমদানিনির্ভরতা কমবে।


প্রকল্প পরিচালক মো. আমজাদ হোসেন ভূঞা জনবাণীকে বলেন, প্রকল্পের কাজ চলমান। বরাদ্দ ঠিকমত না পাওয়ায় অগ্রগতি তুলনামূলক কম হয়েছে। ডিসেম্বর ২০২৪ মেয়াদে প্রকল্পের কাজ শেষ হয়নি, এ জন্য এক বছর মেয়াদ বৃদ্ধি করেছে সরকার।


এমএল/