জাবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫


জাবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ছবি: প্রতিনিধি

শীতার্ত অসহায় মানুষের শীত নিবারণে প্রতি বছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবিতে) রোটার‍্যাক্ট ক্লাব। এ কর্মসূচির আওতায় ৭০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে জাবির অতিথি পাখি

মঙ্গলবার (৭জানুয়ারী ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলায় রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 


এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট এ্যাডভোকেট নায়লা খান,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা রোটারিক্ট ক্লাবের উপদেষ্টা ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের  চেয়ারম্যান অধ্যাপক শাহেদুর রশিদ, সভাপতি রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী রাকিব হোসাইন সহ অন্যান্যরা। 


এসময় কম্বল পেয়ে উল্লসিত রিকশা চালক আব্দুল করিম বলেন, গত কিছুদিন ধরে তীব্র শীত পড়ছে, এই শীতে আমাদের অনেক কষ্ট পোহাতে হয় , পরিবারের সকল সদস্যদের জন্য যথেষ্ঠ শীতবস্ত্রের ব্যবস্থা করা সম্ভব হয়না। এই অবস্থায় রোটার‍্যাক্ট ক্লাব  আমাদের যে কম্বল দিয়েছে তাতে আমরা খুবই উপকৃত হয়েছি। তীব্র শীত থেকে আমারা কিছুটা হলেও রেহাই পাবো, আল্লাহর কাছ দোয়া করি তাদের জন্য যেন তারা আরো বেশি বেশি সেবামূলক কাজ করতে পারে।

আরও পড়ুন: শীতের আগমনে জাবি ক্যাম্পাসে গ্রামীণ অনুভূতি


রোটার‍্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর এর সভাপতি রাকিব হোসাইন বলেন, রোটার‍্যাক্ট ক্লাব সর্বদা গরীব অসহায়দের পাশে থাকে, তারই ধারাবাহিকতায় আজ আমরা শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছি। এছাড়াও আমরা সম্প্রতি আইইএলটিএস প্রোগ্রাম চালু করেছি, একইসাথে আমরা উচ্চতর শিক্ষাবিষয়ক বিভিন্ন কর্মশালাও করে থাকি। আশা করি আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। 


এসডি/