Logo

আপনাকে কেউ পছন্দ না করলে বুঝবেন যেভাবে

profile picture
জনবাণী ডেস্ক
১০ জানুয়ারী, ২০২৫, ২৪:৪৪
41Shares
আপনাকে কেউ পছন্দ না করলে বুঝবেন যেভাবে
ছবি: সংগৃহীত

আমাদের পরিচিত অনেকেই এমন আছে যারা আমাদেরকে পছন্দ করে না তা মুখে কখনো বলতে পারে না

বিজ্ঞাপন

আমাদের পরিচিত অনেকেই এমন আছে যারা আমাদেরকে পছন্দ করে না তা মুখে কখনো বলতে পারে না। বরং তার কথা শুনে অনেক সময় মনে হতে পারে যে সে-ও আপনার শুভাকাঙ্ক্ষী। তবে তার অন্তরে ভিন্ন কিছু থাকে। এখন কথা হলো, আপনাকে, মুখে না বললেও আপনি কীভাবে বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না বা পছন্দ করে না। ইনস্টাগ্রামে একটি সাম্প্রতিক ভিডিওতে মনোবিজ্ঞানী ফ্রান্সেস্কা টাইঘিনান বলেছেন, কিছু শারীরিক ভাষার সংকেত প্রকাশ করতে পারে যে কেউ আপনাকে গোপনে অপছন্দ করে কি না, তিনি কয়েকটি মূল লক্ষণের কথা বলেছেন। চলুন জেনে নেওয়া যাক-

বিজ্ঞাপন

১. আই কন্ট্যাক্ট এড়িয়ে চলা

বিজ্ঞাপন

কেউ আপনাকে পছন্দ না-ও করতে পারে তার স্পষ্ট লক্ষণের মধ্যে একটি হলো আই কন্ট্যাক্ট এড়ানোর প্রবণতা। টাইঘিনান ব্যাখ্যা করেন যে,আচরণ কথোপকথন এড়িয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। কেউ যখন ঘন ঘন দূরে তাকায়, তখন বুঝে নেবেন যে সে অস্বস্তি বোধ করছে বা আপনার সঙ্গে কথা বলতে তিনি আগ্রহী নয়। আপনি কারো সঙ্গে কথা বলছেন এবং সে ফোন দেখছে অথবা সে অন্য দিকে মনোযোগ দেয়, তাহলে এটি একটি চিহ্ন যে সে আপনার সঙ্গে থাকতে পছন্দ করছে না বা।

২. ঠোঁট ওল্টানো

বিজ্ঞাপন

ঠোঁট ওল্টানোও হতে পারে আরেকটি লক্ষণ। অনেক কিছু মুখে না বলেও এভাবে অসম্মতি প্রকাশ করা যায়। টাইঘিনানের মতে, এই আচরণ মিথস্ক্রিয়া সম্পর্কে নেতিবাচক অনুভূতি প্রকাশের একটি অবচেতন উপায় হতে পারে। কেউ যদি ঠোঁট ও উত্তেজনাপূর্ণ অভিব্যক্তি সহ আপনার মন্তব্যের প্রতিক্রিয়া জানায়, তাহলে বুঝে নেবেন যে যা আলোচনা করা হচ্ছে তাতে সে সন্তুষ্ট নয়।

বিজ্ঞাপন

৩. আপনার থেকে দূরে সরে যাওয়া

একজন ব্যক্তির শরীরের অবস্থানও তার অনুভূতি প্রকাশ করতে পারে। যখন কেউ হাত বা শরীরকে আপনার থেকে দূরে রাখে, তখন বুঝে নেবেন যে সে আপনাকে পছন্দ করছে না। টাইঘিনানের মতে, মানুষ যখন নিজেদেরকে মিথস্ক্রিয়া থেকে সরিয়ে নিতে চায় তখন অবচেতনভাবেই সেখান থেকে সরে যেতে চায়। আপনি যদি কথোপকথনে থাকেন এবং তখন অপর ব্যক্তি তার শরীরকে সরিয়ে বা কাঁধ অন্য দিকে ঘুরিয়ে দেয়, তাহলে বুঝে নেবেন যে সে কথোপকথনটি বন্ধ করতে চায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৪. সীমিত হাসি এবং ব্যস্ততা

কথোপকথনের সময় তার সত্যিকারের হাসির অভাব এবং সামান্য ব্যস্ততা্র অনাগ্রহের ইঙ্গিত দিতে পারে। কেউ যদি খুব কমই তার মুখের অভিব্যক্তির মাধ্যমে উষ্ণতা দেখায় তবে এটি ইঙ্গিত দিতে পারে যে সে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী নয়। 

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD