টাকা তোলা নিয়ে তৃতীয় লিঙ্গের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৩


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


টাকা তোলা নিয়ে তৃতীয় লিঙ্গের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নিজস্ব প্রতিবেদক: টাকা তোলা কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ১৩ জন। শুক্রবার (৭ জানুয়ারি) বিকেল আহত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

জানা গেছে, ঢাবি এলাকায় টাকা তোলা কেন্দ্র করে হাতিরপুল ও ঢাবি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। হাতিরপুল তৃতীয় লিঙ্গ গ্রুপের আহতরা হলেন- রুবি, শিহান, রানী, শিউলি, ও সাদিয়া। ঢাবি এলাকার আহত তৃতীয় লিঙ্গরা হলেন- মুক্তা, পিটু, রিয়া, হাবিবা, আনিকা, মুনমুন ও মুন্নি। এছাড়া ঢাবি পুষ্টি বিভাগের কর্মকর্তা ইউনুস আলীর ছেলে সাদমান সাকিব (৩১) আহত হন।

আহত সাদমান সাকিব বলেন, দু’গ্রুপের মারামারি ঠেকাতে গিয়ে রক্তাক্ত হয়েছেন।

ঢাবি এলাকার তৃতীয় লিঙ্গ গ্রুপের মুক্তা জানান, হাতিরপুল এলাকা থেকে তারা আমাদের এলাকায় টাকা তুলতে আসে। এর পেছনে রয়েছে সাদমান সাকিবের হাত। আমাদের এলাকায় তারা টাকা তুলতে আসবে কেন।

আহত হাতিরপুল তৃতীয় লিঙ্গ গ্রুপের রুবি জানান, আমরা ঢাবি এলাকা থেকে টাকা তুলি। হঠাৎ তারা আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ আরও কয়েকজন আহত হই। তারা আমাদের সাদমান সাকিব ভাইকেও মেরে রক্তাক্ত করেছে।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ঢাবিতে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন ঢামেক হাসপাতালে এসেছিল। পরে চিকিৎসা নিয়ে চলে গেছেন।