Logo

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাম পরিবর্তনের দাবি

profile picture
জনবাণী ডেস্ক
১২ জানুয়ারী, ২০২৫, ০২:২২
36Shares
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাম পরিবর্তনের দাবি
ছবি: সংগৃহীত

নাম পরিবর্তন করে কৃষি অধিদপ্তর নামকরণ করার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নাম পরিবর্তন করে কৃষি অধিদপ্তর নামকরণ করার দাবি জানানো হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ মিলনায়তনে 'কৃষি উন্নয়নের লক্ষ্যে ডিএই পুনর্গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা' শীর্ষক সভায় এ দাবি উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. রেজাউল ইসলাম (মুকুল) বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাম হওয়ায় আমাদের সম্প্রসারণের মধ্যে আটকে থাকতে হয়। কৃষি অধিদপ্তর নাম হলে কৃষি সেক্টর নিয়ে কাজ করা সহজ হবে। 

প্রবন্ধে জানান হয়, স্বাধীনতার পর দেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে, অথচ ফসিল জমি দিনে দিনে কমছে। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে কৃষি উৎপাদন বাড়ছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিক চাষাবাদ, কৃষি উপকরণের যৌক্তিক ব্যবহারের ফলে শাকসবজি, ধান, আলু, আমসহ বেশ কিছু কৃষি পণ্য উৎপাদনের দিক থেকে বিশ্বে শীর্ষ দশে রয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরও জানান হয়, গবেষণা উদ্ভাবিত সর্বশেষ কৃষি প্রযুক্তি কৃষকের দ্বারপ্রান্তে পৌঁছানোর পাশাপাশি মানসম্মত কৃষি পণ্য সার, বীজ, কীটনাশক, বালাইনাশকের মান নিয়ন্ত্রণ, কৃষিজপণ্য আমদানি ও রপ্তানিনীতি নির্ধারণসহ কৃষি উন্নয়ন কর্মকাণ্ডে বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তারা কাজ করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ড. সাহিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, কৃষি ক্যাডারের অবসরপ্রাপ্ত পরিচালক আহম্মেদ আলী চৌধুরী ইকবাল, আহ্বায়ক কমিটির সদস্য ড. মুহাম্মদ মাহবুবুর রশিদ প্রমুখ।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাম পরিবর্তনের দাবি