অন্তর্র্বতী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্র্বতী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশের জনগণ অন্তর্র্বতী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না।
সোমবার (১৩ জানুয়ারি) রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন।
আরও পড়ুন: আত্মসমর্পণ করতে এসে পালালেন ২ সাংবাদিক নিপীড়নকারী
পর্যবেক্ষণে আদালত বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্র্বতী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্র্বতী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
তবে রিটকারী আইনজীবী মুহসিন রশিদ এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: হত্যাচেষ্টায় দৈনিক জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা
উল্লেখ্য, গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়।
আরএক্স/