স্ত্রীর পরকীয়ায় কাল হলো প্রবাসীর


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৫


স্ত্রীর পরকীয়ায় কাল হলো প্রবাসীর
ছবি: প্রতিনিধি

ভেড়ামারায় স্ত্রীর পরকীয়া প্রেমিককে সায়েস্তা করতে এসে পিস্তল সহ ইটালি প্রবাসী ও তার ৩ সহযোগী গ্রেফতার । মাস খানেক পূর্বে দেশে ফিরেছেন সবুজ। তিনি ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়ন এর গোপিনাথপুর এলাকার সোনা আলীর পূত্র। দেশে এসে জানতে পারে স্ত্রীর পরকীয়ার কথা। কোনোভাবেই মেনে নিতে পারেন না স্ত্রীর পরকীয়ার বিষয়। পরকীয়া প্রেমিক বিজয় একই এলাকার বাবলুর ছেলে। প্রতিশোধের আগুন দানা বাঁধে চরমে প্রবাসীর। মরিয়া হয়ে ওঠে বিজয় কে দেখে নেয়ার।


আরও পড়ুন: ভেড়ামারায় বিএনপির বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত


বুধবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে সবুজ সংঘবদ্ধ হয়ে হামলা করতে আসে  স্ত্রীরির প্রামিক বিজয়ের বাড়িতে। বিজয় বুঝতে পেরে চিৎকার দিয়ে পলানোর চেষ্টা করে। সবুজ সহ তার সহযোগীরা বিজয়ের পিছু নেয়। পরবর্তীতে স্থানীয় জনতার হাতে আটক হয় ইটালি প্রবাসী সবুজ ও তার ৩ সহযোগী। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 


পুলিশ কে সংবাদ দিলে থানা পুলিশ ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলিসহ ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।গ্রেফতারকৃত সবুজ আলী (২৫), মো. আপন(১৮), সাকিবুল হাসান শোভন(১৮) ও মো. নুরুন্নবী প্রামানিক(৩২) উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাসিন্দা। 


ভেড়ামারা থানার অফিসার  ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ই জানুয়ারি বুধবার রাত সাড়ে ৯ টায় পুলিশ তাদেরকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসেন।


প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদাখেমিরদিয়ার এলাকার মো. বাবলুর ছেলে সাখাওয়াত হোসেন বিজয়ের ওপর সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার নিজ বাড়িতেই হামলার উদ্দেশ্যে যায়।


ভুক্তভোগী বিজয়ের বাবা মো. বাবলু বলেন, সবুজের নেতৃত্বে ৩-৪টি মোটরসাইকেলযোগে ১০ জন সন্ত্রাসী তার ছেলেকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে হামলা করে। তিনি দাবি করেন, পুলিশ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করলেও বাকি ২টি পিস্তল সন্ত্রাসীরা পাশে থাকা পুকুরে ফেলে দেয়। 


এদিকে গ্রেফতারকৃত সবুজ, সাখাওয়াত হোসেন বিজয়ের বিরুদ্ধে তার স্ত্রীর গায়ে হাত তোলা সহ পরকীয়ার অভিযোগ তুলে বলেন, গত ১৪ই জানুয়ারি বিজয় তার স্ত্রীর গায়ে হাত তুলেছে ও কু-মতলব নিয়ে আমার বাড়িতে যায়। আমি তখন বাড়ি ছিলাম না। 


আরও পড়ুন: ভেড়ামারায় ফেনসিডিলসহ যুবক আটক


ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশ দ্রুত গিয়ে ১টি বিদেশি অস্ত্র ও ১ রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন সহ ৪ জনকে গ্রেফতার করে। বাকি ২টি অস্ত্র পুকুরে ফেলার বিষয়ে যে অভিযোগ আছে, সেটা আমরা খতিয়ে দেখছি। তাদের বিরুদ্ধে রাতেই মামলা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসডি/