ভেড়ামারায় ফেনসিডিলসহ যুবক আটক

সে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুক্তার হোসেনের ছেলে
বিজ্ঞাপন
কুষ্টিয়ার ভেড়ামারায় ৫০ বোতল ফেনসিডিলসহ পাভেল হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় ভেড়ামারা থানায় পাভেলকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। সে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুক্তার হোসেনের ছেলে।
সোমবার (২৮ অক্টোবর) ভেড়ামারা থানার সাব-ইন্সপেক্টর আবু তাহের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ওসি স্যারের নির্দেশক্রমে আমিসহ একটি টিম, রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে মোকারিমপুর ইউনিয়নের গোলাপ নগর ৫ নং ওয়ার্ডের পাভেলের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করি। সেখানে ফেনসিডিলসহ তাকে আটক করি। পরবর্তীতে থানায় নিয়ে এসে তার নামে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, পাভেলকে তার বাড়ি থেকে ভেড়ামারা থানার একটি টিম ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করে। তার নামে মামলা রুজু করা হয়েছে। যুব সমাজকে রক্ষায় মাদকের ব্যাপারে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এমএল/








