মোংলার পশুর নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোংলা উপজেলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোংলা নৌ-পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে মোংলা উপজেলার সিগনাল টাওয়ার দক্ষিণ চর বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে মোংলা নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহটি উপুড় হয়ে নদীর তীরে ভাসছিল। প্রাথমিকভাবে নিহতের বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের শরীরে কোনো দৃশ্যমান আঘাত, ক্ষতচিহ্ন বা রক্তক্ষরণের আলামত পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহত ব্যক্তির কাছে কোনো পরিচয়পত্র পাওয়া না যাওয়ায় পরিচয় শনাক্তে আশপাশের থানায় খোঁজ নেওয়া হচ্ছে এবং নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) যাচাই করা হচ্ছে।
স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি হয়তো অন্য কোনো এলাকা থেকে নদীপথে ভেসে এখানে পৌঁছাতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন








