এতিমখানার দুই ছাত্রীকে কৌশলে কক্সবাজারে নিয়ে নির্যাতন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি মহিলা মাদরাসা ও এতিমখানার দুই ছাত্রীকে কৌশলে কক্সবাজারে নিয়ে যেয়ে নির্যাতনের অভিযোগে আয়াত উল্লাহ (৪৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশের বরাতে জানা গেছে, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি মাদরাসা থেকে দুই ছাত্রীকে বের করে রূপনগর এলাকা হয়ে কক্সবাজারে একটি হোটেলে নিয়ে যান এবং সেখানে তাদের নির্যাতন করেন।
নির্যাতনের শিকার দুই বোনের মধ্যে বড় বোন বর্তমানে ১৬ পারা হেফজ সম্পন্ন করেছে এবং ছোট বোন নাজেরা বিভাগে অধ্যয়নরত। ভুক্তভোগীদের মা গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার পর দুই সন্তান মানসিকভাবে ভেঙে পড়েছে। তিনি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বিজ্ঞাপন
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগীদের নিরাপত্তা ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে মামলা করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








