কুষ্টিয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া কলেজ বাজার ঈদগাহপাড়া এলাকায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।
নিহত ব্যক্তি ওই এলাকার মৃত মেছের আলীর ছেলে মোস্তফা আলী (৬৫)। তিনি বাজারে সিঙ্গাড়া, পেঁয়াজি ও জিলাপি বিক্রি করতেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেছেন।
বিজ্ঞাপন
পরিবার ও স্থানীয়রা জানান, মোস্তফা আলীর দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর ঘরে এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় ১৫ বছর আগে প্রথম স্ত্রী বজ্রপাতে মারা যান এবং দ্বিতীয় স্ত্রী দুই বছর আগে মৃত্যুবরণ করেন। স্ত্রীদের মৃত্যুর পর জমিজমা ভাগ-বণ্টন নিয়ে দ্বিতীয় স্ত্রীর ছেলে বাবু হোসেন (৩০)-এর সঙ্গে মোস্তফা আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বাবা-ছেলের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয় বাবু তার পিতাকে হত্যার হুমকি দিয়ে চলে যান। স্থানীয়দের ধারণা, ওই ঝগড়ার জেরে রাতের কোনো এক সময় ছেলে বাবু হোসেন তার বাবাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না। নিহত মোস্তফা আলীর ভাই থানায় একটি হত্যার অভিযোগ করেছেন। অভিযুক্ত বাবু হোসেন বর্তমানে পলাতক। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








