Logo

তরুণদের কর্মসংস্থানের জন্য কাজ করা হবে: বাবর

profile picture
উপজেলা প্রতিনিধি
নেত্রকোণা
২১ জানুয়ারি, ২০২৬, ১৬:১৩
তরুণদের কর্মসংস্থানের জন্য কাজ করা হবে: বাবর
ছবি প্রতিনিধি।

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের ধানের শীষের নমিনী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে বেকার তরুণ তরুণী কর্মসংস্থানের জন্য ব্যাপক হাড়ে কাজ করা হবে। সাধারণ শ্রমিকের তেমন কাজ নেই। তাদেরকে দক্ষ করে তৈরি করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা দিতে হবে। সে ক্ষেত্রে কারিগরি শিক্ষা নিতে তরুণ তরুণীদের এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া বিশেষ কিছু কারিগরি প্রতিষ্ঠান রয়েছে এগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের তৈরি করতে হবে তাহলে দেশে যেমন কর্মসংস্থান হবে বিদেশেও অনেক বড় কর্মসংস্থানের জায়গা আছে প্রত্যেকেই নিজেদেরকে প্রশিক্ষিত করে দক্ষ জনশক্তি হিসেবে প্রস্তুত করতে হবে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে বাড়িভাদেরা নিজ বাড়িতে মদন উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ১৭ বছর পর দ্বিতীয় জীবন নিয়ে নির্বাচন করার সুযোগ পেয়েছি। এ জীবনে আর কোন চাওয়া পাওয়া নেই। তবে এখন এলাকার মানুষের জন্য অনেক কিছু করার আছে। নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করব। সবাইকে সাথে নিয়ে অবহেলিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে মাদক ও জুয়া সমাজের জন্য মরণবেদী হয়ে দাঁড়িয়েছে। আমার নির্বাচনি এলাকায় মাদক ও জুয়া কোন জায়গা নেই। মাদক এবং জুয়া সাথে কোন রকম আপোষ নেই। তা নির্মূল করতে বিএনপি এবং আমি জিরো টলারেন্স।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারসহ বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD