রাজশাহী-৬ আসনে চার এমপি প্রার্থীর প্রতীক বরাদ্দ

আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (বাঘা–চারঘাট) সংসদীয় আসনে চারজন এমপি প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জানা গেছে, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। তাঁদের মধ্যে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ পেয়েছেন ‘ধানের শীষ’ প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীক। জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন পেয়েছেন ‘লাঙ্গল’ প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী, জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহসভাপতি আবদুস সালাম সুরুজ পেয়েছেন ‘হাতপাখা’ প্রতীক।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।








