মুক্তিযুদ্ধের ভাস্কর্য আড়াল করে জামায়াত প্রার্থীর বিলবোর্ড

পাবনার চাটমোহরে মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ আংশিকভাবে ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী বিলবোর্ড টাঙানোর ঘটনা সামনে এসেছে। পাবনা-৩ আসন (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থীর বিলবোর্ড ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা ও আপত্তি দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা বাইপাস এলাকায় গিয়ে দেখা যায়, ভাস্কর্যটির সামনের অংশে দাঁড়িপাল্লা প্রতীকের একটি বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে, যার ফলে মুক্তিযুদ্ধের ভাস্কর্যটি দৃশ্যমানতা হারিয়েছে।
এ বিষয়ে চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মিস্টার ইগ্নাসিউজ গমেজ জানান, বিষয়টি তার নজরে এসেছে। এ নিয়ে কী করা যায় সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হবে।
বিজ্ঞাপন
বিলবোর্ড স্থাপন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর চাটমোহর উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল হামিদ জানান, এটি সাময়িকভাবে টাঙানো হয়েছে। তবে যেহেতু এ নিয়ে আপত্তি উঠেছে, তাই বিলবোর্ডটি অন্য কোনো উপযুক্ত স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।








