Logo

শেখ মুজিবের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু বিএনপির বিদ্রোহী প্রার্থীর

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
২২ জানুয়ারি, ২০২৬, ২০:৫৮
শেখ মুজিবের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু বিএনপির বিদ্রোহী প্রার্থীর
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রচারণার প্রথম দিনেই বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় তিনি মাঠে নামেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি গওহরডাঙ্গা মাদ্রাসায় আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে বেলা ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ার সমাধি কমপ্লেক্সের ৩ নম্বর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট হাবিবুর রহমানের দাবি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করে ভেতরে প্রবেশের অনুমতি চাইলেও সে চেষ্টা সফল হয়নি। পরে তিনি সমাধি কমপ্লেক্সের বাইরে অবস্থান করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন এবং দোয়া প্রার্থনা করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকায় প্রচারণা চালান। এ সময় লিফলেট বিতরণ, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং নিজের পক্ষে ভোট চান। পাশাপাশি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন।

প্রচারণাকালে স্বতন্ত্র এই প্রার্থী বলেন, টুঙ্গিপাড়া-কোটালীপাড়া তার নির্বাচনী এলাকা এবং এটি দুইজন মহান ব্যক্তির স্মৃতিবিজড়িত ভূমি। তাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই তিনি নিজের নির্বাচনী যাত্রা শুরু করেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গোপালগঞ্জ-৩ আসনে দীর্ঘদিন ধরে চলমান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নিতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হতে পারলে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার দরিদ্র ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে জাতীয় সংসদে সোচ্চার ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় অ্যাডভোকেট মো. হাবিবুর রহমানসহ আরও ৫৯ জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিএনপি মোট ৭২ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD