সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সচিব মো. শাহ আলম বকশী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর সভাপতি অধ্যাপক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ ১০ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাজারহাটে কৃষক সমাবেশে গণভোটের প্রচারণা
বিজ্ঞাপন
সভায় মো. শাহ আলম বকশী বলেন, নির্বাচিত হলে গাজীপুর-১ আসনকে একটি আধুনিক, নিরাপদ, যানজটমুক্ত, পরিবেশবান্ধব ও মানবিক মডেল এলাকায় রূপান্তর করা হবে। এ লক্ষ্যে তিনি তার নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন এবং জনগণের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করা হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন থানা নিয়ে গঠিত গাজীপুর-১ সংসদীয় আসন।








