Logo

সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২২ জানুয়ারি, ২০২৬, ১৮:১৯
সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়
ছবি প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সচিব মো. শাহ আলম বকশী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর সভাপতি অধ্যাপক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ ১০ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় মো. শাহ আলম বকশী বলেন, নির্বাচিত হলে গাজীপুর-১ আসনকে একটি আধুনিক, নিরাপদ, যানজটমুক্ত, পরিবেশবান্ধব ও মানবিক মডেল এলাকায় রূপান্তর করা হবে। এ লক্ষ্যে তিনি তার নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন এবং জনগণের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন থানা নিয়ে গঠিত গাজীপুর-১ সংসদীয় আসন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD