Logo

ভালুকায় যাত্রীবাহী মিনিবাস উল্টে নিহত ২, আহত ১০

profile picture
উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২২ জানুয়ারি, ২০২৬, ২১:২৯
ভালুকায় যাত্রীবাহী মিনিবাস উল্টে নিহত ২, আহত ১০
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী মিনিবাস উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভালুকা উপজেলার সদর ইউনিয়নের মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা সূত্র জানায়, ময়মনসিংহমুখী একটি মিনিবাস ওই এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতদের মধ্যে একজন হলেন ভালুকা উপজেলার বীরুনিয়া গ্রামের আব্দুল নুর ইসলামের ছেলে শাহজাহান সিরাজ (৪০), যিনি ঘটনাস্থলেই মারা যান। অপর নিহত ব্যক্তি মিনিবাসের হেল্পার মোহাম্মদ অনিক (২৮)। তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং দুইজনের মৃত্যু হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD