তারেক রহমানের সমাবেশে যেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শহীদ ইমরানের বাবার

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জুলাই আন্দোলনে শহীদ হাফেজ ইমরানের বাবা ছোয়াব মিয়া।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সরাইল–নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল উপজেলার ধরন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোয়াব মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: রাজারহাটে কৃষক সমাবেশে গণভোটের প্রচারণা
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি তারেক রহমানের নির্বাচনী জনসভায় অংশ নিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনজুর কাদের জানান, লাশ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানা যাবে।
উল্লেখ্য, ছোয়াব মিয়ার ছেলে হাফেজ ইমরান গত জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।








