Logo

তারেক রহমানের সমাবেশে যেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শহীদ ইমরানের বাবার

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২২ জানুয়ারি, ২০২৬, ১৮:৩৩
তারেক রহমানের সমাবেশে যেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শহীদ ইমরানের বাবার
প্রতীকী ছবি।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জুলাই আন্দোলনে শহীদ হাফেজ ইমরানের বাবা ছোয়াব মিয়া।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সরাইল–নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল উপজেলার ধরন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোয়াব মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি তারেক রহমানের নির্বাচনী জনসভায় অংশ নিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনজুর কাদের জানান, লাশ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানা যাবে।

উল্লেখ্য, ছোয়াব মিয়ার ছেলে হাফেজ ইমরান গত জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD