Logo

নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২২ জানুয়ারি, ২০২৬, ২০:২৪
নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনী মিছিলে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মো. মমিন মিয়া (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কোরপাই এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মমিন মিয়া বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি কোরপাই গ্রামের বাসিন্দা এবং প্রয়াত শাহাদাত মিয়ার ছেলে।

মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে কোরপাই এলাকায় একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মো. মমিন মিয়া নেতৃত্ব দিচ্ছিলেন।

বিজ্ঞাপন

তিনি জানান, মিছিল চলাকালে হঠাৎ মমিন মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের আবহ নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা মমিন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD