Logo

সরকার গঠন করবে কে, নির্ধারণ করবে দেশের জনগণই: হাসনাত

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
৭ জানুয়ারি, ২০২৬, ২১:০৭
সরকার গঠন করবে কে, নির্ধারণ করবে দেশের জনগণই: হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশকে পরিচালনা করবে এবং সরকার গঠন করবে কে, তা নির্ধারণ করবে দেশের জনগণই। অতীতের মতো বিদেশি প্রভাবের অধীনে দেশ পরিচালনার সুযোগ আর কখনো দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দিল্লি হাসিনাকে এজেন্ট হিসেবে নিয়োগ দিয়ে বাংলাদেশকে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে সাব কন্টিনেন্ট হিসেবে পরিচালনা করেছে। আমরা চাই না দেশ আবার সেই অতীতে ফিরে যাক। সরকার গঠন ও নেতৃত্বের সিদ্ধান্ত জনগণের হাতে থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ব্যালটে সিল দিয়ে সরকার গঠন করা প্রশাসনের কাজ নয়। প্রশাসন ও পুলিশ দায়িত্ব পালন করবেন যেন জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে। বিগত তিনটি নির্বাচনে প্রশাসন ও পুলিশের ভূমিকা দেখে আশা করা যায় তারা শিক্ষাগ্রহণ করবে। জনগণকে মুক্তভাবে ভোট দিতে না দেয়ার মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে। প্রশাসন ও পুলিশের কাজ জনগণকে নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা।

হাসনাত আব্দুল্লাহ দেশের রাজনৈতিক বিভাজনকেও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে দুই ভাগে বিভক্ত—একপক্ষ চায় গোলামি, অন্যপক্ষ চায় স্বাধীনতা। একপক্ষ ভারতের প্রভাব ও তাঁবেদারিত্ব চায়, অন্যপক্ষ দেশের স্বনির্ভরতা। একপক্ষ চাঁদাবাজ ও মাফিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের লক্ষ্য স্বাধীনতা ও জনগণের অধিকার নিশ্চিত করা।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, ২০০৯ সালের পর যারা গণতন্ত্রের জন্য রক্ত ও শ্রম দিয়েছে, তাদের ত্যাগের ওপর দাঁড়িয়ে আবার কিছু রাজনৈতিক দল বিদেশি প্রভাবের পাঁয়তারা করছে। সেই সাথে আগুন সন্ত্রাসী হিসেবে প্রচারিত ভাইদের মিডিয়ায় তুলে ধরা হলেও, জনগণ তাদের বুকে টেনে নিচ্ছে।

উঠান বৈঠকে দেবিদ্বার পৌর জামায়াতের সেক্রেটারি ক্বারী মো. অলিউল্লাহ সভাপতিত্ব করেন। সভায় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শরীফুল ইসলাম, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. গোলাম জিলানী, ইউনিয়ন আমির মাওলানা মো. হোসাইন এবং ইউপি সদস্য মো. আবু ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD