Logo

তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন করেছি: রাশেদ খান

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
৭ জানুয়ারি, ২০২৬, ২০:৫৪
তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন করেছি: রাশেদ খান
রাশেদ খান । ফাইল ছবি

ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি।

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) ঝিনাইদহে এক বক্তৃতায় এ তথ্য জানান গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগের পর বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান।

রাশেদ খান বলেন, আমরা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আন্দোলন চালিয়েছি। তাঁর নেতৃত্বে দলের সব সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তারেক রহমান আমাকে ঝিনাইদহ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন।

বিজ্ঞাপন

রাশেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আমাকে সমর্থন করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করবেন।

রাশেদ খান আরও বলেন, সব ধরনের মান-অভিমান ভুলে দলের সব নেতাকর্মী তারেক রহমানের নির্দেশনায় আমার পক্ষে কাজ করবেন।

বিজ্ঞাপন

ঝিনাইদহ-৪ আসনে দলের ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সকল নেতাকর্মী তারেক রহমানের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এই বিষয়ে আলোচনা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তারেক রহমানের নির্দেশনার বাইরে গিয়ে কেউ ধানের শীষের বিরুদ্ধে দাঁড়াবে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD