সর্বদলীয় সভা শুরু, আছেন বিভিন্ন দলের প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৩ পিএম, ১৬ই জানুয়ারী ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে ডাকা সর্বদলীয় সভায় অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টা ৫৭ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিএনপি থেকে তিনি এ সভায় অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতকরণে কাজ করতে হবে: ফরিদা আখতার
এর আগে সাড়ে ৩টার দিকে প্রবেশ করে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বিকেল ৪টায় একটি সর্বদলীয় সভা আহ্বান করে অন্তর্বর্তী সরকার। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এছাড়া সভায় যোগ দেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, হেফাজতে ইসলামের জুনায়েদ আল হাবীব, ইসলামী আন্দোলনের গাজী আতাউর, আশরাফুল আলম প্রমুখ।
৪টা ১৭ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন। এরপর সভা শুরু হয়।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা প্রশ্নে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

‘কমপ্লিট শাটডাউন’ চলবে, বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা

আমাদের একটু সময় দেন, পক্ষপাতিত্ব না করে সমাধান করব: জ্বালানি উপদেষ্টা

হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম
