আমদানির ২২ হাজার মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪২ পিএম, ১৭ই জানুয়ারী ২০২৫

জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান এটি।
শুক্রবার (১৭ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার কাজ করছে: শিল্প উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে এসব চাল আনা হয়েছে। এমভি গোল্ডেন স্টার জাহাজের মাধ্যমে ২২ হাজার মেট্রিক টন আতপচাল এসেছে।
জাহাজ থেকে দ্রুত চাল খালাসের কাজ শুরু করা হবে। তবে আমদানি করা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা করা হবে এর আগে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা প্রশ্নে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

‘কমপ্লিট শাটডাউন’ চলবে, বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা

আমাদের একটু সময় দেন, পক্ষপাতিত্ব না করে সমাধান করব: জ্বালানি উপদেষ্টা

হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম
