ভবিষ্যতে সুগার মাম্মি হতে চান সুবাহ


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫


ভবিষ্যতে সুগার মাম্মি হতে চান সুবাহ
ছবি: সংগৃহীত

আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন তিনি। সেসব কাটিয়ে এখন অভিনয় ও গান নিয়েই ব্যস্ততা তার। দিন কয়েক আগে সুবাহর একটি ‘আমি তোমায় দিলাম’মুক্তি পেয়েছে। 


‘সুগার মাম্মি’ হতে চান আলোচিত অভিনেত্রী হুমায়রা সুবাহ। একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন তিনি। বয়স ৪০ পার করেই নিজেকে  ‘সুগার মাম্মি’ হিসেবে দেখতে চান বলে জানান। সুবাহ বলেন, ‘আমি বয়স ৪০ পার করলে সুগার মাম্মি হতে চাই।’ সেক্ষেত্রে যারা সুগার মাম্মির ছেলে হতে চায় তারা চল্লিশের পরে বুক দিতে পারেন বলেও ঠাট্টা করেন সুবাহ।


আরও পড়ুন: একই অসুখে ভুগছে জয়া ও তার পোষা কুকুর


জানা গেছে, সম্প্রতি সেই গানটি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুবাহ। শুধু কাজ বা গান প্রসঙ্গই নয়, সেখানে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন সুবাহ।




সেই সংবাদ সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেখানে সুবাহকে বলতে শোনা যায়, তিনি একটা সময় ‘সুগার মাম্মি’ হতে চান! অভিনেত্রীর নিজের কথায়, ‘আমি সুগার মাম্মি হতে চাই, বয়স চল্লিশের পর।’


অভিনেত্রী সুবাহর এমন খোলামেলা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে নেটিজেনদের মাঝে। অনেকে বিষয়টি যেমন মজা হিসেবে নিয়েছেন, আবার অনেকে তার এই মন্তব্য নিয়ে বেশ সমালোচনা করছেন।


আরও পড়ুন: ওপার বাংলায় নতুন দায়িত্বে সোহানা সাবা 


উল্লেখ্য, ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন সুবাহ। রফিক শিকদার নির্মিত এ সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র। তিনি সিনেমার চেয়ে ব্যক্তিজীবন জীবন নিয়েই বরাবরই আলোচনায় এসেছেন। সাবেক ক্রিকেটার নাসিরের পর গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়ান এবং সুখের সংসার বাঁধেন। কিন্তু সেই সম্পর্কও শেষ পর্যন্ত টেকসই হয়নি।


এমএল/