Logo

রণবীর নন, শর্তসাপেক্ষে ‘ডন ৩’-এ ফিরতে পারেন শাহরুখ খান!

profile picture
বিনোদন ডেস্ক
১৭ জানুয়ারি, ২০২৬, ১৮:৪৭
রণবীর নন, শর্তসাপেক্ষে ‘ডন ৩’-এ ফিরতে পারেন শাহরুখ খান!
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এর পরবর্তী কিস্তি নিয়ে জল ঘোলা কম হচ্ছে না। রণবীর সিংকে নিয়ে ‘ডন ৩’-এর ঘোষণা আসলেও শেষ মুহূর্তে তিনি প্রজেক্টটি থেকে সরে দাঁড়িয়েছেন। আর এরপরই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে—তবে কি আবারও ‘কিং খান’-কেই দেখা যাবে ডন হিসেবে? বলিউডের অন্দরমহলের খবর, শাহরুখ খান ফিরতে রাজি, তবে জুড়ে দিয়েছেন একটি বিশেষ শর্ত।

বিজ্ঞাপন

জানা গেছে, শাহরুখ খান নির্মাতা ফারহান আখতারের কাছে শর্ত রেখেছেন যে, যদি ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি কুমারকে এই প্রজেক্টের সাথে যুক্ত করা হয়, তবেই তিনি ‘ডন ৩’-এ অভিনয় করবেন। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত ফারহান আখতার বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত বছর বেশ ঘটা করেই রণবীর সিংকে নতুন ‘ডন’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি তিনি ছবিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। শোনা যাচ্ছে, রণবীরের সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’ও গ্যাংস্টার ঘরানার হওয়ায় তিনি পরপর একই ধরনের চরিত্রে অভিনয় করতে চাচ্ছেন না। আপাতত তিনি সঞ্জয় লীলা বানসালির মতো নির্মাতাদের ভিন্নধর্মী কাজে মন দিতে আগ্রহী।

বিজ্ঞাপন

শুধু রণবীর নন, গুঞ্জন রয়েছে যে অভিনেত্রী কিয়ারা আদভানিও এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। তার পরিবর্তে কৃতি শ্যাননকে নেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। এছাড়া খলনায়ক চরিত্রের জন্য বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবরাকোন্ডাকে প্রস্তাব দেওয়া হলেও তারা দুজনেই তা ফিরিয়ে দিয়েছেন।

১৯৭৮ সালে অমিতাভ বচ্চনের হাত ধরে পর্দায় ‘ডন’ চরিত্রের যাত্রা শুরু। এরপর ২০০৬ এবং ২০১১ সালে ফারহান আখতারের পরিচালনায় ‘ডন’ ও ‘ডন ২’-তে অভিনয় করে চরিত্রটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান শাহরুখ খান। এখন ভক্তদের অপেক্ষা, শেষ পর্যন্ত কি শাহরুখের শর্ত মেনে নিয়ে তাকেই আবারও পর্দায় ‘ডন’ হিসেবে ফেরানো হবে কি না।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD