মুক্তি পাচ্ছে প্রভাসের ‘স্পিরিট’

দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং ‘অ্যানিম্যাল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রথম সিনেমা ‘স্পিরিট’ নিয়ে শুরু হয়েছে নতুন উন্মাদনা। গতকাল ১৬ জানুয়ারি এক বিশেষ ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে, ২০২৭ সালের ৫ মার্চ বড় পর্দায় ঝড় তুলতে আসছে এই অ্যাকশন প্যাকড সিনেমাটি।
বিজ্ঞাপন
প্রযোজনা সংস্থা টি-সিরিজ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রহস্যময় সাদা-কালো পোস্টার শেয়ার করে এই খবরটি নিশ্চিত করে। সেখানে লেখা হয়, “দিনটি মনে রাখুন... ৫ মার্চ ২০২৭, বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে স্পিরিট!” এই বার্তার মাধ্যমে ভক্তদের এখনই ক্যালেন্ডার মার্ক করে রাখার আহ্বান জানানো হয়েছে।
প্রভাস ও তৃপ্তি দিমরি অভিনীত এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের ব্যাপক কৌতূহল ছিল। যদিও গল্পের বিষয়বস্তু এখনো কঠোর গোপনীয়তায় রাখা হয়েছে, তবে ধারণা করা হচ্ছে এটি একটি ডার্ক অ্যাকশন ড্রামা হতে যাচ্ছে। যেখানে প্রভাসের চরিত্রটি হবে অত্যন্ত জটিল এবং নাটকীয়তায় ভরপুর।
বিজ্ঞাপন
সন্দীপ রেড্ডি ভাঙ্গার আগের সিনেমাগুলোর মতো ‘স্পিরিট’ও যে বক্স অফিসে ঝড় তুলবে, তা নিয়ে বাজি ধরছেন অনেকেই। ২০২৭ সালের মুক্তি নিয়ে ভক্তদের অপেক্ষাটা দীর্ঘ হলেও, সিনেমার প্রথম ঝলক ও প্রভাসের লুক নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা তুঙ্গে। সব মিলিয়ে, ২০২৭ সালের ৫ মার্চ দিনটি এখন থেকেই প্রভাসের ভক্তদের কাছে একটি উৎসবের দিন হিসেবে চিহ্নিত হয়ে গেল।








