জেফারের প্রিয় বন্ধু কে, সালমান নাকি রাফসান?

সংগীত শিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের বিয়ে নিয়ে এখনও চলছে আলোচনা। কিছুদিন ধরে গুঞ্জন চলছিলো তাদের বিয়ের; এরপর গত বুধবার অনুষ্ঠানের মুহূর্তগুলো প্রকাশ্যে আসলে সেই গুঞ্জনে সিলমোহর পড়ে; তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।
বিজ্ঞাপন
কিন্তু অতীতে, রাফসানের সঙ্গে জেফারের প্রেম চলছে- এমন গুঞ্জন উঠেছে বহুবার। অনেকেই ধারণা করেছেন, রাফসান সাবাবের সঙ্গেই প্রেম করছেন জেফার। এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেও জেফার স্পষ্ট কোনো বক্তব্য দেননি কখনো। এমন সময়ে জেফারের একটি সাক্ষাৎকারের পুরোনো ভিডিও ভাইরাল। যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল কে তার ভালো বন্ধু- রাফসান সাবাব নাকি সালমান মুক্তাদির।
সাক্ষাৎকারের সেই ভিডিওটিতে দেখা যায়, উপস্থাপকের প্রশ্নের জবাবে জেফার রাফসান ও সালমান- দুজনকেই ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন। উপস্থাপক নির্দিষ্ট করে একজনের নাম বলতে বললে রসিকতা করে জেফার বলেন, ‘তাহলে কেউই না।’
আরও পড়ুন: মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’
বিজ্ঞাপন
এরপর জেফার জানান, দুজনই তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আলাদা করে কাউকে বেছে নেওয়া তার পক্ষে সম্ভব নয়।
ট্রল বা সমালোচনা কীভাবে মোকাবেলা করেন- এমন প্রশ্নে জেফারকে বলতে শোনা যায়, তিনি নিজেকে চেনেন বলেই এসব বিষয় তাকে খুব একটা বিচলিত করে না।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে জেফার ও রাফসানের প্রেম নিয়ে গুঞ্জন থাকলেও তারা বিষয়টি বরাবরই ব্যক্তিগত পর্যায়ে রেখেছিলেন। তবে গত বুধবার তাদের বিয়ের অনুষ্ঠানের মুহূর্তগুলো প্রকাশ্যে আসার মাধ্যমে সেই গুঞ্জনে আনুষ্ঠানিক সিলমোহর পড়ে। এক সময়ের ওপেন সিক্রেট এই সম্পর্কটি পরিণয়ে রূপ নেওয়ায় এখন নানা আলোচনা।








