বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নতুন করে গঠন করল সরকার

বিদ্যমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে নতুনভাবে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের বোর্ড গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা সাম্প্রতিক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের বিধান অনুযায়ী নতুন বোর্ড গঠন করা হয়েছে। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গঠিত আগের বোর্ডটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।
নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। আর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্য সচিবের দায়িত্বে থাকবেন। মোট ১৫ সদস্য নিয়ে গঠিত এই বোর্ডে সরকারি ও চলচ্চিত্রাঙ্গনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
বোর্ডের সরকারি সদস্যদের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (সকলেই ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার) এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।
এ ছাড়া চলচ্চিত্র শিল্পের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির একজন প্রতিনিধি বা একজন প্রথিতযশা প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রতিনিধি বা একজন খ্যাতিমান পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন প্রতিনিধি বা একজন স্বনামধন্য অভিনেতা বা অভিনেত্রী এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন প্রতিনিধি।
বিজ্ঞাপন
চলচ্চিত্রাঙ্গনের প্রতিনিধিত্বকারী সদস্যদের তালিকায় রয়েছেন চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, পরিচালক খিজির হায়াত খান, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবং পরিচালক তাসমিয়া আফরিন মৌ।








