গোয়াইনঘাটে পরিচ্ছন্নতা অভিযান.


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫


গোয়াইনঘাটে পরিচ্ছন্নতা অভিযান.
ছবি: প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও বর্জ্য শূন্যতার প্রচার এবং হাত ধোঁয়া, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনায় অভিযান পরিচালিত হয়েছে।


আরও পড়ুন: গোয়াইনঘাটের রাহি ঢাবির জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত


গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেছেন, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থী, তরুণ, যুবসমাজসহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করার পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য এবং মডেল গোয়াইনঘাট উপজেলা গড়ে তুলতে চাই।


তিনি বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্জ্য শূন্যতার প্রচারে হাত ধোঁয়া, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের কার্যক্রম পরিচালনাকালে এসব কথা বলেন।


আরও পড়ুন: গোয়াইনঘাটের দুই বরেণ্যকে সংবর্ধনা দিলো ছাত্র পরিষদ


‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে আরোও উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি, পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার, কৃষিবিদ ইন্দ্রজিৎ ভৌমিকসহ সাংবাদিক, স্কাউটস, রেড ক্রিসেন্ট ও অর্ধ-শতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা।


এসডি/