আশুলিয়ার টংগাবাড়ি শ্রমিক কাফেলার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৫
সাভারের আশুলিয়ায় টংগাবাড়ি এলাকায় মো. নুরুল ইসলাম সরকারের সার্বিক সহযোগিতায় আলোকিত শ্রমিক কাফেলা ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশেষ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ইসলামের নৈতিক শিক্ষা এবং সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী হযরত মাওলানা মোঃ আঃ রহিম আল মাদানী। এছাড়াও উপস্থিত ছিলেন হযরত মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী ও হযরত মাওলানা মাহমুদুল হাসান আশরাফী। তারা ইসলামিক জীবনবিধান, কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তিগত ও সামাজিক জীবনের উন্নতির পথ নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ৪ ঘন্টাপর ফেরি চলাচল শুরু
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মো. নুরুল ইসলাম সরকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল খালেক মাদবর। আরও উপস্থিত ছিলেন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিলে বক্তারা যুবসমাজকে ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এবং নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করতে নানা দিকনির্দেশনা দেন। তারা উল্লেখ করেন, ইসলামের মূলনীতি ও আদর্শ অনুসরণের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও সুসংগঠিত সমাজ গড়ে তোলা সম্ভব।
আরও পড়ুন: বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
হাজারো ধর্মপ্রাণ মানুষ মাহফিলে অংশগ্রহণ করে এবং আলেমদের মূল্যবান বাণী থেকে উপকৃত হয়।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজনটি ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
এমএল/