ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ৪ ঘন্টাপর ফেরি চলাচল শুরু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৫
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ৪ ঘন্টাপর স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাছল আবার স্বাভাবিক হয়েছে, এর আগে বুধবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কতৃপক্ষ। এতে প্রচণ্ড শীতে নদীর দুই পাড়ে যানবাহনের যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
আরও পড়ুন: রাজবাড়ীর গোয়ালন্দে রসুনের বাম্পার ফলন
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। দৃষ্টিসীমার বাইরে চলে যায় মার্কিং বাতি। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, দৌলতদিয়া প্রান্তে বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরী রয়েছে। বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ৩ নং ঘাট, ফেরী বাইগার ৪ নং ঘাট ও ভাষা শহীদ বরকত ৭ নং ঘাটে রয়েছে। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আটকে পড়া যানবাহন ও যাত্রী দ্রুত পারাপার করা হচ্ছে।
এসডি/