উপজেলা মহিলা লীগ নেত্রী গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৫


উপজেলা মহিলা লীগ নেত্রী গ্রেফতার
ছবি: সংগৃহীত

ভাঙ্গুড়া উপজেলা মহিলা লীগের সভাপতি আজিদা পারভীনকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে চাটমোহর পৌর সদরের একটি বাসা থেকে ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।


আরও পড়ুন: ‘জয় বাংলা’ লেখায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই মহিলা লীগ নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।


চাটমোহর থানায় দায়ের করা উপজেলার হান্ডিয়ালে বিস্ফোরক মামলার আসামি তিনি। শনিবার (২৫ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে তাকে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


এমএল/