বাংলাদেশেকে সুলভমূল্যে বিদ্যুৎ দিতে চায় চীন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৫


বাংলাদেশেকে সুলভমূল্যে বিদ্যুৎ দিতে চায় চীন
ফাইল ছবি।

চীন বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ দিতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 


রবিবার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুরের শফিপুর বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।


আরও পড়ুন: ‘গণহত্যা সমর্থনকারীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’


চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশেই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে আমাদের৷’ জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের পাশে থাকার অঙ্গীকার করে ইয়াও ওয়েন বলেন, ‘দুদেশের সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের উন্নয়নের বিশ্বস্ত ও স্থায়ী সহযোগী হতে চায় চীন।’


আরএক্স/