Logo

‘গণহত্যা সমর্থনকারীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’

profile picture
জনবাণী ডেস্ক
৩ নভেম্বর, ২০২৪, ০৪:১৮
59Shares
‘গণহত্যা সমর্থনকারীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’
ছবি: সংগৃহীত

বিষয়ে আমি সত্য কথা বললে, কেউ কিছু মনে করলে আমার কিছু যায় আসে না

বিজ্ঞাপন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ জানিয়েছেন,  জুলাই-আগস্ট হত্যাকাণ্ড ও নির্যাতনে সমর্থনকারীদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “গত ১৫ বছর ধরে যারা দুর্নীতি, অনিয়ম ও টাকা পাচার করেছে তাদের যারা সমর্থন করেন তাদের সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই।”

সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সোহেল তাজ বলেন, “দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার ও কীভাবে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে, তা আমরা স্বচক্ষে দেখেছি। এসব বিষয়ে আমি সত্য কথা বললে, কেউ কিছু মনে করলে আমার কিছু যায় আসে না।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “যারা এগুলো দেখেও না দেখোর ভান করে, তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি খোলামেলা মানুষ, স্পষ্টবাদী মানুষ। সবার সঙ্গে মিলেমিশে চলতে স্বাচ্ছন্দবোধ করি।”

বিজ্ঞাপন

তাজউদ্দীনপুত্র বলেন, “মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে পারলে সবাই সমান। ধনদৌলত ও প্রভাব প্রতিপত্তি দিয়ে একজন মানুষকে বিচার করা যায় না। চরিত্র দিয়ে মানুষকে বিচার করতে হয়। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এটি আমার পারিবারিক শিক্ষা।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD