Logo

মেহেরপুর ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৬
33Shares
মেহেরপুর ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ছবি: সংগৃহীত

এমন ২৪ জন সদস্য রয়েছি মেহেরপুর ডেভেলপমেন্ট সোসাইটির জেলা কমিটিতে

বিজ্ঞাপন

শীতার্ত মানুষের পাশে থাকি মানবিক হৃদয় জাগ্রত রাখে এই শ্লোগানে মেহেরপুর ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের ৮ নং ওয়ার্ড কলেজ পাড়ায় মেহেরপুর ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মো. আমজাদ হোসেনর সঞ্চালনায় মেহেরপুর ডেভেলপমেন্ট ফোরাম এর সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল রানা ডলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপদেষ্টা রাশেদ ওসমান, উপদেষ্টা আব্দুল জব্বার, ৫ নং ওয়ার্ড কনভেনর গোলাম মোস্তফা,৭ নং ওয়ার্ড কনভেনার রবিউল ইসলাম সহ ডেভেল পমেন্ট ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এই সময় ৫০০ শত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ে।

বিজ্ঞাপন

মেহেরপুর ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আবু সাঈদ বলেন, ২০২৪ সালে মেহেরপুরের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য মেহেরপুর ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠা হয়। এই জেলার মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক কল্যাণের উদ্দেশ্যে সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা কাজ করছি। বিভিন্ন সময়ে মেহেরপুর থেকে জেলার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যায়ন করে বর্তমানে আমরা যারা ঢাকায় কর্মরত আছি, এমন ২৪ জন সদস্য রয়েছি মেহেরপুর ডেভেলপমেন্ট সোসাইটির জেলা কমিটিতে। এখন থেকে প্রতিবছরই আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে যুক্ত থাকবো। পাশাপাশি আমি মেহেরপুর জেলার গণমান্য ব্যক্তিদের আহ্বান জানাচ্ছি আমাদের পাশে থেকে ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে জেলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD