Logo

সন্তানের মুখ দেখে যেতে পারলেন না যুবদল নেতা হিরো

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৩৫
52Shares
সন্তানের মুখ দেখে যেতে পারলেন না যুবদল নেতা হিরো
ছবি: সংগৃহীত

সন্তানের মুখ দেখে যেতে পারলেন না যুবদল নেতা হিরো

বিজ্ঞাপন

সন্তানের প্রিয় মুখটি দেখে যেতে পারলেন না দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়ন যুবদল নেতা রাশেদুজ্জামান হিরো (২৮)। তার মৃত্যর পর দিনই জন্ম নিয়েছে পুত্র সন্তান। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় তার পুত্র সন্তানের।

বিজ্ঞাপন

এদিকে বুধবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হিরো।

বিজ্ঞাপন

হিরোর বন্ধু আলামিন বলেন, জন্ম যেমন চিরন্তন সত্য, মৃত্যুও তেমন চিরন্তন সত্য। ক্ষয়ে যাওয়া নক্ষত্রের মতো ঝরে গেলো আমার প্রিয় বন্ধু রাশেদুজ্জামান হিরো। বন্ধুর মৃত্যুর পরের দিন জন্ম নিয়েছে তার ছেলে। ভুমিষ্ট হওয়া পুত্র সন্তান বন্ধু রাশেদুজ্জামান হিরোর রেখে যাওয়া শেষ স্মৃতি। মহান আল্লাহ পাক তার সন্তানকে নেক হায়াত দান করুন। 

পরিবার সূত্রে জানা যায়, গত (১০ ফেব্রুয়ারি) সোমবার রাত ৯টার দিকে উপজেলার দর্শনা থেকে কুড়ুলগাছি নিজ বাড়িতে ফিরছিলো ইউনিয়ন যুবদল নেতা রাশেদুজ্জামান হিরো। ফেরার পথে চন্ডিপুর গ্রামের স্কুলের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎতের পোলের সাথে ধাক্কা মেরে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গ্রামের ডাক্তারের নিকট প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি যায়। পর দিন সকালে শরীরের অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে সে মারা যায়।

বিজ্ঞাপন

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, রাজশাহী থানা আমার কাছে জানতে চেয়েছিল সে সড়ক দুর্ঘনায় আহত হয়েছিলো কিনা। আমি জানিয়ে দিয়েছি।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD