সন্তানের মুখ দেখে যেতে পারলেন না যুবদল নেতা হিরো


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৫


সন্তানের মুখ দেখে যেতে পারলেন না যুবদল নেতা হিরো
ছবি: ফেসবুক থেকে নেওয়া ।

সন্তানের প্রিয় মুখটি দেখে যেতে পারলেন না দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়ন যুবদল নেতা রাশেদুজ্জামান হিরো (২৮)। তার মৃত্যর পর দিনই জন্ম নিয়েছে পুত্র সন্তান। 


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় তার পুত্র সন্তানের।


এদিকে বুধবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হিরো।


হিরোর বন্ধু আলামিন বলেন, জন্ম যেমন চিরন্তন সত্য, মৃত্যুও তেমন চিরন্তন সত্য। ক্ষয়ে যাওয়া নক্ষত্রের মতো ঝরে গেলো আমার প্রিয় বন্ধু রাশেদুজ্জামান হিরো। বন্ধুর মৃত্যুর পরের দিন জন্ম নিয়েছে তার ছেলে। ভুমিষ্ট হওয়া পুত্র সন্তান বন্ধু রাশেদুজ্জামান হিরোর রেখে যাওয়া শেষ স্মৃতি। মহান আল্লাহ পাক তার সন্তানকে নেক হায়াত দান করুন। 


পরিবার সূত্রে জানা যায়, গত (১০ ফেব্রুয়ারি) সোমবার রাত ৯টার দিকে উপজেলার দর্শনা থেকে কুড়ুলগাছি নিজ বাড়িতে ফিরছিলো ইউনিয়ন যুবদল নেতা রাশেদুজ্জামান হিরো। ফেরার পথে চন্ডিপুর গ্রামের স্কুলের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎতের পোলের সাথে ধাক্কা মেরে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।


এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গ্রামের ডাক্তারের নিকট প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি যায়। পর দিন সকালে শরীরের অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে সে মারা যায়।


দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, রাজশাহী থানা আমার কাছে জানতে চেয়েছিল সে সড়ক দুর্ঘনায় আহত হয়েছিলো কিনা। আমি জানিয়ে দিয়েছি।


আরএক্স/